Being Forhan

আত্মকথনঃ 
 
শৈশব থেকেই পাহাড়ের প্রতি এক অমোঘ আকর্ষণ। যখনি পাহাড় দেখতাম, মনে হতো শিখরের উপরেই স্বর্গ। স্বপ্ন ছিল আকাশ ছূঁয়ে দেখার, স্বপ্ন ছিল স্বর্গ ছূঁয়ে দেখার, নিজের পায়ে দাঁড়িয়ে। সমতলে ঘুরতে ঘুরতেই নিজের অজান্তে চেপে বসে পাহাড়ের ভূত। সবুজ পাহাড়ের চূড়া হোক অথবা বরফের সাদা চাদরে হেঁটে শ্বেতশুভ্র কোন এক পর্বতেই হোক – আরেকটু ভালো করে ধরণীকে দেখার চেস্টা আজো অমলিন।
 
স্বর্গের সাথেই এক সময় সম্পূরক হয়ে গেলো স্বপ্নবাজের দল। পৃথিবীব্যাপি কতো স্বাপ্নিক সকল মায়া তুচ্ছ করে ছূটে যায় পর্বত অভিযানে, হয়তঃ স্বর্গের খোঁজে। তাদের অভিযানের খবর জানতে ইন্টারনেটে এই পাতা-সেই পাতায় কত  ছুটাছুটি, কত অজানা ভাষায় একটু খবর জানার আকুতি! প্রতিনিয়ত সর্বশেষ খবর নিতে নিতে মাঝেমাঝে মনে হয় নিজেকেও সেই অভিযানের অংশ। কিন্তু কোথাও যেনো এক অপ্রাপ্তি প্রতিনিয়ত খোঁচা দিতো। ভাবতেই উপলব্ধি হলো প্রতিদিনের খবর এতো ভাষায় থাকলেও বাংলায় কেনো নয়! নিজের ভাষায় পর্বতের খবর পড়ার মধ্যে যেনো মিশে থাকে মায়ের হাতের রান্নার স্বাদ। আপনাকে পর্বতের খবর, ঐতিহাসিক অভিযান, ইতিহাস গড়া পর্বতারোহীদের গল্প নিজের ভাষায় নিয়মিত জানাতেই – Being Forhan.
 
আমি ফরহান – ফরহান জামান। চট্টগ্রামে জন্ম, চট্টগ্রামেই বেড়ে উঠা। আজন্ম বিশ্বাস যে পাহাড়েই বাহার। পেশাগত জীবনে ব্যাংকার হলেও পাহাড়ে পাহাড়েই ঘুরি, পাহাড়ের খবর পড়ি, পাহাড় ভালবাসি। আর ভাল লাগে নিজের সেই ভালবাসার রঙে অন্যকে রাঙাতে দেখতে।
 
হ্যাপি রিডিং, ড্রিম অন!
Visit Us On FacebookVisit Us On TwitterVisit Us On PinterestVisit Us On LinkedinVisit Us On Instagram