
মাত্র একসপ্তাহ আগেই “উইন্টার স্নো লেপার্ড” প্রজেক্ট শেষ করে সেই দলের সদস্যরাই নেমে পরেছিলেন ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। ব্যক্তিগতভাবে ৫টি পর্বতই শীতে সামিট করে “উইন্টার স্নো লেপার্ড” উপাধি অর্জনই ছিল লক্ষ্য। দলনেতা সার্গেই সেলিভারস্টোভের বাকী ছিল ইসমাঈল সামানী পর্বত, মিখাইল ডানিশকিনের বাকী ছিল কোরযেনেভেস্কিয়া পর্বত। এই দুইটি পর্বতেরও বেসক্যাম্প একই।
এই দুইজনই আজ নিজ নিজ লক্ষ্যে পৌঁছেছেন এবং অর্জন করেছেন ব্যক্তিগতভাবে প্রথম “উইন্টার স্নো লেপার্ড” উপাধি।
ছবি: আন্দ্রেই বারগিয়েল

Recent Comments