ব্রডপিক ২০১৯-২০

Share

শীতকালীন পর্বতারোহণের অন্যতম জীবন্ত কিংবদন্তী ডেনিস উরুবকো অনেকদিন ধরেই দাবী করে আসছেন শীতের মৌসুম শেষ হয় ফেব্রুয়ারি।  এবং ওই হিসেবে বাতিল হয়ে যায় ২০১৩ সালের ৫ই মার্চ এডাম বিয়েলিকি, আর্থার মেলেক, মাসিয়েজ বেরবেকা এবং টমাস কোয়ালস্কির প্রথম শীতকালীন ব্রডপিক সামিট। কিন্তু তাই বলে যে নিজেই শীতকালে ব্রডপিক অভিযানে যাবেন, কে বা ভেবেছিল কিছুদিন আগেও! ডেনিস উরুবকো ২০১৯-২০ এর শীতের মৌসুমে অভিযানের ঘোষণা দেন ব্রডপিক ও কেটু এর। সাথে কানাডার পর্বতারোহী ডন বৌয়ি। ১৯৮৪ সালের ২১শে জানুয়ারী ধৌলাগিরী এবং ১৫ই ফেব্রুয়ারী চৌ-ইয়্যু সামিট করে একই শীতে দুই আটহাজারী শৃঙ্গ আরোহোনের একমাত্র দৃষ্ঠান্তের স্রষ্ঠা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী জর্জ কুকুস্কা। এইবারের অভিযান অন্য আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। উরুবকো এই অভিযানের মাধ্যমে তাঁর আটহাজারী শৃঙ্গে অনেক বর্ণাঢ্য  অভিযানের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন আগেই। সে যাই হোক, উরুবকোর এইবারের অভিযানের ধারাবাহিক প্রতিবেদন থাকছে এই পোস্টে। 

০৮.০২.২০২০

অসুস্থতা না কমায় বৌয়ির অভিযান দূর্ভাগ্যবশতঃ এখানেই শেষ। হেলিকপ্টারে করে তাঁকে পাঠিয়ে দেয়া হয়েছে স্কার্দু এবং সাথে চলে গেছেন লোট্টা।  কিন্তু এই শীতের ব্রডপিক অভিযান এখানেই শেষ নয়। পর্বতে রয়ে গেছেন শুধুই উরুবকো, সামনে ব্রডপিক এবং হাতে (তাঁর হিসেবে ২১ দিন সময়)। পর্বতারোহণ সম্পর্কে খবর রাখা ব্যক্তি মাত্রই নিঃসন্দেহে বিশ্বাস করেন শীতে যদি কেউ ব্রডপিক একাকী আরোহণ করতে পারেন – সেই ব্যক্তি হলেন উরুবকো।  

০৭.০২.২০২০

অসুস্থ বৌয়িকে বেসক্যাম্পে নামিয়ে নিয়ে এসেছেন উরুবকো, যেখানে বৌয়ি বিশ্রাম নিচ্ছেন।  

০৬.০২.২০২০

পূর্ব পরিকল্পনা অনুসারেই বেসক্যাম্প থেকে দুইজন সরাসরি গতকাল ক্যাম্প-২ এ পৌঁছান এবং আজ উরুবকোর সেই ফাঁটলে রাত কাটানো ৭০০০ মিটার উচ্চতায় ক্যাম্প-৩ তে। কিন্তু বিপত্তি হলো বৌয়ির নিউওমোনিয়া খারাপ আকার ধারণ করেছে। এবং বিগত কয়েকবছরে অনেক উদ্বার অভিযান করা উরুবকো সহযাত্রীকে ফেলে এগুতে পারবেন না বলেই ধরে নেয়া যায়। আগামীকাল তাঁরা বেসক্যাম্পে নেমে আসার চেষ্টা করবেন।   

০৫.০২.২০২০

দীর্ঘ সময় আবহাওয়া খারাপের পূর্বাভাস থাকায় উরুবকো গতকালই পরিকল্পনা করছিলেন নিচের গ্রামে গিয়ে কয়েকদিন একটু আরাম করে আসার। কিন্তু এরই মাঝে খবর এলো আবহাওয়া দিয়েছে ছোট্ট একটা সুযোগ। আগামী ৩ দিন পর্বতের উপরের দিকে আবহাওয়া ভাল না থাকলেও বাতাস থাকবেনা। এই সুযোগ নিতেই আজ বেরিয়ে পরেছেন উরুবকো ও বৌয়ি, বেসক্যাম্পে লোট্টাকে রেখেই। তাঁদের উদ্দেশ্য আজ উঠে যাবেন ক্যাম্প-২ এ, আগামীকাল ক্যাম্প-৩ এবং সেখান থেকেই শুক্রবার সরাসরি সামিট।    

 ০২.০২.২০২০

অনেক চেষ্টার পর উরুবকো একাই ৭৬৫০ মিটার পর্যন্ত পৌছালেও এখানে পুরোনো দড়ি খুঁজে না পাওয়ায় আর এগুনো সম্ভব হচ্ছেনা। ক্লান্তির কারনে তিনি ক্যাম্প-৩ এ নেমে এসেছেন এবং আগামীকাল বেসক্যাম্পে ফিরবেন।

৩১.০১.২০২০

অনেক চেষ্টার পরও আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায় আজ বেশীদূর এগুনো সম্ভব হয়নি। রাতের জন্য বৌয়ি ও লোট্টা ৬৬০০ মিটারে এবং উরুবকো ৭০০০ মিটারে ফাঁটলের খাঁজে আশ্রয় নিয়েছেন।

৩০.০১.২০২০

ছবি: উরুবকোর ছবিটি বৌয়ির তোলা  

উরুবকো ও বৌয়ি ৬৯৫০ মিটার পর্যন্ত পথ তৈরী করে ক্যাম্প-২ এ ফিরে এসেছেন রাত্রি যাপনে।

২৯.০১.২০২০

ফেব্রুয়ারীর ২ তারিখ পর্যন্ত লম্বা ভাল আবহাওয়ার পূর্বাভাস পেয়ে ৩ জনই আজ আরোহণ শুরু করেছেন আবার। বিভিন্ন সম্ভাবনার মধ্যে সামিটে পৌছানোর চেষ্টাও বাদ দেয়া যাচ্ছেনা। তাঁরা বেলা শেষে ক্যাম্প-২ এ পৌঁছান। 

২৩.০১.২০২০

বেসক্যাম্পে কয়েকদিন থাকার সময় কেটু বেসক্যাম্প থেকে ঘুরে এসে গতকাল উরুবকো এবং বৌয়ি আবারো অভিযোজনের অংশ হিসেবে উপর দিকে আরোহণ শুরু করেন এবং আজ ৬৮০০ মিটার উচ্চতায় পৌঁছে খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় বেসক্যামএ ফিরতে শুরু করেছেন।

১৯.০১.২০২০

খারাপ আবহাওয়ার পূর্বাভাষ থাকাতে এই ত্রয়ী আজ বেসক্যাম্পে নেমে এসেছেন।

১৮.০১.২০২০

ক্যাম্প-২ তে এক রাত্রি যাপনের পর এই ত্রয়ী আজ ৬৭০০ মিটার পর্যন্ত পথ তৈরী করেছেন।

১৭.০১.২০২০

৩ দিন, ২ রাত্রি পরিশ্রমের পর এই দল ৬৪০০ মিটার উচ্চতায় ক্যাম্প-২ স্থাপন করেছেন। 

১৩.০১.২০২০

খারাপ আবহাওয়ার কারনে সবাই বেসক্যাম্পে নেমে এসেছেন। অপেক্ষার পালা শুরু।

১০.০১.২০২০

ছবি: বেসক্যাম্প থেকে ক্যাম্প-১ এর পথে উরুবকো এবং লোট্টা

উরুবকো ও বৌয়ি তুষারের চাদরে ঢেকে থাকা পুরোনো রোপ খুঁজে বের করে সেগুলো কাজে লাগিয়ে ৬২০০ মিটার পর্যন্ত পথ তৈরী করে ফেলেছেন। এরই মাঝে লোট্টা ক্যাম্প-১ এ একরাত কাটিয়েছেন।

০২.০১.২০২০

উরুবকো এবং বৌয়ি বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে ৪ ঘন্টায় ৫৮০০ মিটার উচ্চতায় ক্যাম্প-১ স্থাপন করেন। ২০১৩ সালের পোল্যান্ডের দলের ক্যাম্প-১ ছিল ৫৬০০ মিটার উচ্চতায়। 

২৬.১২.২০১৯

বৌয়ি সুস্থ হয়ে উঠার পর ট্রেক শুরু করে আজ উরুবকোর দল ব্রডপিক বেসক্যাম্পে (৫০০০ মিটার) পৌঁছান। উরুবকো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন “কনকোর্ডিয়া থেকে বেসক্যাম্প পর্যন্ত পথ কয়েক মিটার তুষারে ঢাকা। তিনজন পোর্টার এবং আমার সম্পূর্ণ ট্রেকেই ট্রেইল তৈরী করে এগুতে হয়েছে। শেষপর্য,  আমাদের সম্পূর্ণ দলই বেসক্যাম্পে। আবহাওয়া ভালোই!” 

১৩.১২.২০১৯

ছবিসূত্রঃ: ডেনিস উরুবকো

অভিযাত্রী দল আজ স্কার্দু পৌছান। স্কার্দুতেই ডন বৌয়ি পরিপাকতন্ত্র এ অসুস্থতার কারনে চিকিৎসাধীন আছেন। 

১২.১২.২০১৯

ছবিসূত্রঃ লোট্টা হিন্সটা

ডেনিস উরুবকো এবং ডন বৌয়ি ইসলামাবাদে পৌঁছেন। এখানেই প্রথম টিম মিটিং হয় ৩ জন ব্রডপিক অভিযাত্রীর। জ্বী, ঠিক শুনেছেন – ২ জন নয়, ৩ জন। আরেকজন হলেন গত গ্রীষ্মে ডন বৌয়ির সাথে কৃত্রিম অক্সিজেন সহায়তা ছাড়াই গাশারব্রাম-২ সামিট করা ৩০ বছর বয়সী মডেল, টিভি তারকা, ২০১৩ সালের মিস ফিনল্যান্ড লোট্টা হিন্সটা। গাশারব্রাম-২ অভিয়ানের আগে তাঁর ঝুলিতে ছিল শুধুই কিলিমাঞ্জারো এবং আকনকাগুয়া অভিযানের অভিজ্ঞতা। 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *