শুরু হতেই শেষ কেটু অভিযান

Share

বেসক্যাম্পে পৌঁছানোর পর কারাকোরামের শীতের সাথে লড়াইয়ে মাত্র ১৫ দিনও টিকতে পারলেন না মিংমা গেলজী’র নেতৃত্বাধীন আন্তর্জাতিক অভিযাত্রী দল। মিংমা ও চীনের গাও লি অভিযান চালানোর জন্য নিজেদের পর্যাপ্তভাবে প্রস্তুত মনে না করায় এই অভিযান অংকুরেই শেষ হলো।

২২ই জানুয়ারী বেসক্যাম্পে পৌঁছে ২৪ই জানুয়ারী তাঁরা ৫৪০০ মিটার উচ্চতায় এডভান্সড বেসক্যাম্প স্থাপন করেন। এরপর ২৮শে জানুয়ারী মিংমা, স্নোরী, কিলি এবং সারবাজ ৬০৫০ মিটার উচ্চতায় স্থাপন করেন ক্যাম্প-১, যেখানে তাঁরা নিয়ে যান ২৫০ কেজি রসদ। সেখানেই একরাত কাটিয়ে তাঁরা নেমে আসেন বেসক্যাম্পে৷  ৩০শে জানুয়ারী আবার বেরিয়ে স্নোরী ও রোটার ১লা ফেব্রুয়ারী কেটুতে প্রথম কঠিন বাঁধা হাউজ চিমনি’র নিচে পর্যন্ত অর্থাৎ ৬৬০০ মিটার উচ্চতা পর্যন্ত পথ তৈরী করে ফেলেন। এরপর ২রা ফেব্রুয়ারী তাঁরা বিশ্রাম নিতে নেমে আসেন বেসক্যাম্পে। 

অতঃপর দলগত সিদ্ধান্ত এর ভিত্তিতে ৫ই ফেব্রুয়ারী তাঁরা হেলিকপ্টারে ফিরে আসেন স্কার্দু এবং ৬৬০০ মিটার পর্যন্ত ছোঁয়ার সাফল্য নিয়েই শেষ হলো প্রথম শীতকালীন কেটু সামিট চেষ্টা এবং যথারীতি আবারো কেটু রয়ে গেলো শীতে অজেয়।

ছবিঃ জন স্নোরী

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *