
স্কার্দুতে আকাশপথে যাত্রা বাতিল, একাধিক ভূমিধস পেরিয়ে গাড়ী চালিয়ে, বালটোরো গ্লেসিয়ারের ঠান্ডা, বরফ ও গভীর তুষার পেরিয়ে অবশেষে আজ গাশারব্রাম বেসক্যাম্পে পৌঁছালেন সিমোনে মোরো এবং তামারা লুঙ্গার।
শীতকালীন পর্বতারোহণের সম্রাট ইতালির সিমোনে মোরো এবং গত কয়েকবছরে তাঁর সাথী তামারা লুঙ্গার শীতকালে একই সাথে দুইটি আটহাজারী পর্বত ট্রেভার্সের উচ্চবিলাসী প্রজেক্ট নিয়েছেন। তাঁদের লক্ষ্য প্রথমে গাশারব্রাম-১ এবং সময় থাকলে গাশারব্রাম-২ সামিট। এই দুইজন ইতিমধ্যেই দেশে হাইপোবেরিক চেম্বারের সাহায্যে কৃত্রিম উপায়ে অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
অভিযানে তাঁদের সাথে আছেন চিত্রগ্রাহক ম্যাটিও জাগনা এবং ম্যাটিও পাভানা।
ছবিসূত্রঃঃ ম্যাটিও পাভানা

Recent Comments